হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
জি এম ইলিয়াস (৫৪)
জি এম ইলিয়াস (৫৪) |নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলা জামায়াতের নেতা জি এম ইলিয়াস (৫৪) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জি এম ইলিয়াস ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের তালুকদার বাড়ির মরহুম নেছারুল হক তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন সভাপতি।

ইলিয়াসের নিকট আত্মীয় মো: জাবের জানান, গতকাল শুক্রবার তিনি বাড়ির এলাকায় একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরে নিজ বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী আমান বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করান। রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

এদিকে জামায়াত নেতা জি এম ইলিয়াসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো: আলা উদ্দিন সিকদার, হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মো: নাজিম উদ্দীন ইমুসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।