গলাচিপায় অপারেশন ডেভিল হান্টে ৫ জন আটক

গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
গলাচিপায় অপারেশন ডেভিল হান্টে ৫ জন আটক
গলাচিপায় অপারেশন ডেভিল হান্টে ৫ জন আটক

গলাচিপায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন- গলাচিপা পৌর কৃষকলীগের সভাপতি মো: ফরহাদ হোসেন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: সবুজ খান ও মো: রিপন আকন, গলাচিপা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাসির মোল্লা এবং পানপট্টি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান চৌকিদার।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গলাচিপা থানা অপরাধ দমনে নিয়মিতভাবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছে।