বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘বিজিবি আরো ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশী নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে।’

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Barlekha
বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ
বড়লেখা সীমান্তে ফের ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে ফের নারী-পুরুষসহ ১৬ জনকে পুশ ইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠালে সীমান্ত এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। বিকেলে আটকদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা বেগম (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সোনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫), তানিয়া আক্তার (৩৫), সীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)।

আটকরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশী নাগরিককে পুশ ইন করতে বিএসএফ আটক করে রেখেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়- বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল বৃহস্পতিবার নিউ পাল্লাথল এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করে। পরে বিজিবি আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৩ জন নারী, ২ জন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘বিজিবি আরো ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশী নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে।’

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার বিকেলে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত (৬ ও ৭ মে) এবং বুধবার (১৪ মে) বড়লেখার শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ শতাধিক মানুষকে ঠেলে পাঠালে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ১০৩ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।