নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, ‘দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ সব সময় ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়। এই ভয় ভীতি দেশের জনগণ কখনো মেনে নিবে না। কোনো ষড়যন্ত্রই এবার দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। আপনারা সবাই সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি রুখতে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিন ‘
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনুস আলী ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে সরাসরি কথা বলেন। তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, রাজনীতি ও উন্নয়নের ভাবনা তুলে ধরেন।
তিনি বলেন, আমরা সারাজীবন ভুল করেছি। যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে পারিনি। ভুল জায়গায় বিশ্বাস করে বারবার ভোট দিয়েছি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি।’
জামায়াতের এই নেতা বলেন, ‘আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কোনো সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতেও হবে না। আল্লাহ যদি সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কী কাজ দরকার। আপনাদের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা যদি করতে না পারি, আর কোনো দিন আপনাদের কাছে আসবো না।’
নির্বাচনী প্রচারণার সময় নাটোর-২ সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর সাথে ছিলেন নির্বাচন পরিচালক এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর সদর থানা আমির মাওলানা মীর নুরুন্নবী, নাটোর শহর সেক্রেটারি আলি আল মাসুদ মিলন, দিঘাপতিয়া ইউনিয়ন আমির মাওলানা আখের আলী জামায়াত নেতা রুহুল আমিন জিহাদি, মাওলানা আব্দুল মজিদ সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রচুর ভোটার উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও সন্ত্রাস চাঁদাবাজমুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



