গৌরীপুর জিয়া পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

শুক্রবার (২১ মার্চ) ময়মন‌সিংহ নগরীর নতুন বাজার এলাকায় অভিজাত হো‌টেল ট্রিপল ট্রি ক‌্যা‌ফে এন্ড রেস্টু‌রে‌ন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
জিয়া পরিষদ গৌরীপুর উপজেলা শাখা পক্ষ থে‌কে ডা: মোহাম্মদ আলী সিদ্দিকীকে ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা দেয়া হচ্ছে
জিয়া পরিষদ গৌরীপুর উপজেলা শাখা পক্ষ থে‌কে ডা: মোহাম্মদ আলী সিদ্দিকীকে ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

ময়মন‌সিং‌হের গৌরীপুর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ময়মন‌সিংহ নগরীর নতুন বাজার এলাকায় অভিজাত হো‌টেল ট্রিপল ট্রি ক‌্যা‌ফে এন্ড রেস্টু‌রে‌ন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবা‌দিক মো: সাজ্জাতুল ইসলা‌মের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মন‌সিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি, সম্মিলিত পেশাজীবী পরিষদের সহ-সভাপ‌তি ও বাংলা‌দেশ এনেসথেসিয়া সোসাইটির সি‌নিয়র সহ-সভাপ‌তি ডা. মোহাম্মদ আলী সি‌দ্দিকী।

এ সময় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মো: নুর হাদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রা‌খেন স‌ম্মি‌লিত পেশাজী‌বী প‌রিষ‌দের আহ্বায়ক ড. মো: শাহজাহান, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ‌্যক্ষ শেখ মো: ইউসুফ লিটন, ময়মন‌সিংহ প্রেসক্লা‌ব ও সাংবা‌দিক ইউ‌নিয়ন ময়মন‌সিং‌হের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী পেশাজী‌বী প‌রিষদ ও চিকিৎসক সংগঠ‌নের নেতা ডা. পার‌ভেজ শামছ, ডা. ইসহাক, ডা. কামাল উদ্দিন, ডা. ঈশা খান রাজ, ডা. আসাদুজ্জামান রতন, জিয়া প‌রিষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সভাপ‌তি প্রফেসর আ: কদ্দুস, মহানগর জিয়া প‌রিষ‌দের সাধারণ সম্পাদক এস‌কে আলম, ময়মন‌সিংহ ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ সাইকুল ইসলাম ম‌ল্লিক প্রমুখ।

এদিকে ময়মনসিংহ জেলা জিয়া প‌রিষ‌দের সভাপ‌তি ও স‌ম্মি‌লিত পেশাজী‌বী প‌রিষ‌দের সহ-সভাপ‌তি ডা. মোহাম্মদ আলী সি‌দ্দিকী ‘বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিষ্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানসের কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি নির্বা‌চিত হওয়ায় জিয়া পরিষদ গৌরীপুর উপজেলা শাখা পক্ষ থে‌কে তা‌কে ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা দেয়া হয়।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় গৌরীপুর উপ‌জেলা জিয়া প‌রিষ‌দের কার্যকরী কমি‌টির সদস‌্যসহ পেশাজী‌বী সংগঠ‌নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, ‌বিকেল ৪টায় ডা: মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃ‌ত্বে জেলা জিয়া প‌রিষ‌দের উদ্যোগে নগরীর নতুন বাজার মো‌ড়ে দুই শতা‌ধিক পথচারী ও শ্রমজী‌বীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।