টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযানে নারী-শিশুসহ উদ্ধার ৬৬

গত কয়েক মাসে বর্ডার গার্ড, র‌্যাব ও কোস্ট গার্ডের একাধিক অভিযানে আটকে রাখা ব্যক্তিদের উদ্ধারসহ কিছু পাচারকারীকেও আটক করা হয়েছে।

কক্সবাজার অফিস

Location :

Teknaf
নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে
নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে (কচ্ছপিয়া/কচ্ছপিয়া সংলগ্ন এলাকায়) বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে অপহৃত নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, অপহৃতদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ শিশু রয়েছে। তাদের অনেকেই বাংলাদেশী ও রোহিঙ্গা। পাচারের উদ্দেশ্যে তাদের গোপন আস্তানায় বন্দী করে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানটি অপহরণকারী ও মানবপাচার দালালদের গোপন ঘাঁটিতে পরিচালনা করা হয়েছিল।

এ ধরনের মানবপাচার ও অপহরণের ঘটনা টেকনাফ ও উখিয়া অঞ্চলে নিয়মিতভাবে ঘটছে। গত কয়েক মাসে বর্ডার গার্ড, র‌্যাব ও কোস্ট গার্ডের একাধিক অভিযানে আটকে রাখা ব্যক্তিদের উদ্ধারসহ কিছু পাচারকারীকেও আটক করা হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিদেশে পাচার করার উদ্দেশ্যে পাহাড়ে গোপন আস্তানায় মানুষদের আটকে রাখা হয়। এলাকার একটি বড় অংশে পাচার চক্র, মাদক ও সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয়তার তথ্য পাওয়া গেছে। যার কারণে স্থানীয় নিরাপত্তা বাহিনী অভিযান কার্যক্রম বাড়িয়েছে।

জেলা প্রশাসন ও কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা, পরিচয় যাচাই ও প্রাথমিক সহায়তা দেয়া হবে। অপহরণকারী বা পাচারচক্রের আটক সংক্রান্ত তথ্য ও সম্ভাব্য মামলা নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং কোস্ট গার্ড পরবর্তীতে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত সংবাদ বিবৃতি প্রকাশ করবে বলে জানানো হয়েছে।