মোল্লাকান্দিতে জোড়াখুন

আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অহিদ গ্রেফতার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত দ্বৈত-হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি অহিদুজ্জামানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ
র‌্যাব-১১
র‌্যাব-১১ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত দ্বৈত-হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি অহিদুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার অহিদুজ্জামানের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বড় মোল্লাকান্দি গ্রামে।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো: নাঈম উল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ মীর হত্যা মামলার ৫২নম্বর এজাহারনামীয় আসামি অহিদ দীর্ঘদিন ধরে মামলার বিচার এড়াতে পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পর তার অবস্থান নিশ্চিত করে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ভোর ৬টার দিকে চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আরিফ মীর (৩৮)। একই ঘটনায় আহত হন আরও কয়েকজন। পরদিন ১১ নভেম্বর দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান খান (২২)।

স্থানীয়রা জানান, মোল্লাকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও এলাকায় টহল জোরদার করেছে। গ্রেফতার অহিদকে শনিবার আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।