রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে রামগড়ে নিরাপত্তা ও মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামগড় জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম, পিএসসি।
সভায় রামগড় ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সভাপতি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতারা, হেডম্যান-কারবারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় অতিথিরা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিজিবির সহযোগিতা কামনা করেন। এ সময় তারা এলাকার নানা সমস্যাও তুলে ধরেন।
জোন কমান্ডার আহসান উল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা সতর্ক থাকবে। কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত বিজিবিকে জানাতে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।’
তিনি আরো বলেন, ‘দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দেবে। স্থানীয় মানুষের সহযোগিতায় একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।’