নোবিপ্রবিতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের সমাপনী

নোবিপ্রবি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৬ এবং ৮ ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৫-২৬ এর সমাপনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবিতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের সমাপনী
নোবিপ্রবিতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের সমাপনী |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৬ এবং ৮ ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৫-২৬ এর সমাপনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুলহক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৬ এবং ৮ ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স ও রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মুনতাছির আরাফাতসহ আরো অনেকে।

এ সময় নোবিপ্রবির পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শিবলুর রহমান, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, নোবিপ্রবি বিএনসিসির পিইউও, প্লাটুন-১ মো: মাহবুব আলম এবং পিইউও, প্লাটুন-২ স্মর্ণিমা ঘোষ জুঁইসহ বিএনসিসির সদস্যরা।

উল্লেখ্য, নোবিপ্রবিতে গত ১৮-২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সাতদিন ব্যাপী বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের ব্যাটালিয়ন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে সমাপনী অনুষ্ঠানে প্রীতি ভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে নোবিপ্রবিবি এনসিসির পক্ষ থেকে আগত অতিথিদের উপহার প্রদান করা হয়।