গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মিছিলে বিএনপি নেতার মৃত্যু

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির মিছিল থেকে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মিছিল
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মিছিল |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে মিছিল করতে এসে আল-আমিন ভূঁইয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির মিছিল থেকে হার্ট এটাক করে তার মৃত্যু হয়।

আল-আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের রুকুন উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে আল-আমিনের নেতৃত্বে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে বিএনপির একটি মিছিল নিয়ে উপজেলা বিএনপির মূল অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রওনা হয়ে সকাল সাড়ে ১১টার দিকে পৌর সদরের পাটমহলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে আল-আমিন অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন জানান, মরহুম আল-আমিন ভূঁইয়া বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। তার মৃত্যুতে উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করছে এবং তার মৃত্যুজনিত কারণে জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন নিহতের তথ্যটি নিশ্চিত করে বলেন, মিছিল করতে এসে হার্ট অ্যাটাক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।