ভাইস চেয়ারম্যান আযম খান

বিএনপিকে বিতর্কিত করার ষড়য়ন্ত্র চলছে

শনিবার (১২ জুন) বিকেলে পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Chatmohar
পাবনার চাটমোহরে আযম খান
পাবনার চাটমোহরে আযম খান |নয়া দিগন্ত

কতিপয় রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে।

শনিবার (১২ জুন) বিকেলে পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘১৮ কোটি মানুষ বিএনপির সাথে রয়েছে। আজকে ১-২টি দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। কতিপয় রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। বিএনপি কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ, ডাকাতকে প্রশ্রয় দেয় না। কেউ এমন কোনো গর্হিত কাজের সাথে জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনতা বিএনপির বাইরে কাউকে ভোট দেবে না। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। কিন্তু এখনো দুয়েকটি রাজনৈতিক দল লেভেল প্লেয়িংয়ের ধোয়া তুলে নানা অপপ্রচার চালাচ্ছে।’

‘দেশনায়ক তারেক রহমান আপনাদের মাঝে বিস্ময়কর বালক কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাঠিয়েছেন। সারাদেশের কৃষির উন্নয়নে তাকে কাজ করতে হবে। মধুর উপহার হিসেবে তারেক রহমান তুহিনকে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকায় ধানের শীষের কান্ডারী হিসেবে পাঠিয়েছেন। তারেক রহমান জানেন একদিন তুহিন কৃষিতে বাংলাদেশ জয় করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রাথমিক মনোনীত প্রার্থী তুহিনকে বিপুল ভোটে এমপি হিসেবে জয়ী করবেন,’ বলেন তিনি।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আমার কোনো ভাই-বোন আত্মীয়-স্বজন এখানে নেই। কিন্তু আপনারাই আমার সব কিছু। বর্তমানে আমাদের মাঝে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে আছেন। আসুন দ্বিধা-বিভক্ত ভুলে এক কাতারে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মেনে নিয়ে ধানের শীষের পক্ষে নিজেদের ব্রত করি।’

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে ও চাটমোহর উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের কাউন্সিল সদস্য হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আব্দুস সামাদ মন্টু, আনিছুর রহমান বাবলু, মাহমুদুন্নবী স্বপন প্রমুখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায় চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।