চট্টগ্রামের কর্ণফুলীতে কাবিনের দিন শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: আলী আব্বাস রিমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার পিএবি সড়কের ফাজিলখাঁরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজারগেট এলাকার মো: মুছার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত চলমান রয়েছে।



