ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক দ্বন্দ্বের জেরে গরম ডাল দিয়ে স্বামীকে ঝলসে দিয়েছে স্ত্রী।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার চরধরমপুর মিস্ত্রীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো: সাইবুর ইসলাম (৪৪) উপজেলার চরধরমপুর মিস্ত্রীপাড়া গ্রামের মো: আব্দুস সাত্তারের ছেলে।
আহত মো: সাইবুর ইসলাম বলেছেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী মোসা: তাজকেরা খাতুন (৩৫) আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে চুলায় ফুটতে থাকা গরম ডাল গায়ের ওপর ছুঁড়ে মারে। অবস্থা খারাপ হলে আত্মীয় স্বজনেরা দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এদিকে স্ত্রী মোসা: তাজকেরা খাতুন বলেন, ‘আমাদের ২০০৩ সালে বিয়ে হয়ে দুই মেয়ে হয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন প্রকার নির্যাতন করে আসছে আমার স্বামী। আমি ডাল রান্না করছিলাম এমন সময় আমার স্বামী ঝগড়ার এক পর্যায়ে আমার বুকের ওপর উঠে গলা চিপে ধরে। এমন সময় ডান হাতের কবজির ওপর দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন নিজেকে বাঁচানোর জন্য চুলাতে থাকা গরম ডাল আমার স্বামীর শরীরে ছুঁড়ে দিয়েছি।’
এ অবস্থায় স্বামী-স্ত্রী দুইজনই ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তবে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা: ইসরাত জাহান নৌরিন বলেন, ‘পুড়ে যাওয়া রুগীর অবস্থা ভালো না। এখানে থাকলে সুস্থ হতে সময় লাগবে। তাই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে আহত স্ত্রীর অবস্থা খুব একটা খারাপ না।’
এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, গরম ডালে স্ত্রী স্বামীকে ঝলসে দেয়ার খবরটা পেয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’