ঈদগাঁওতে ধর্ষণ মামলায় ক্ষিপ্ত হয়ে আ’লীগ নেতার হত্যার হুমকি

ধর্ষণ মামলা করায় ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা ও গুম করার হুমকি দিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী |সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওতে ধর্ষণ মামলা করায় ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা ও গুম করার হুমকি দিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এতে জীবনের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

ভুক্তভোগী নারী হামিদা বেগম জানান, স্বামীর অনুপস্থিতিতে নিকটবর্তী ইসলামপুর আউলিয়াবাদ এলাকার মরহুম করিম উল্লাহর ছেলে ও আওয়ামী লীগ নেতা আলতাজ বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে আলতাজ সময়-অসময়ে, রাত-বিরাতে তার বসতঘরে আসা-যাওয়া শুরু করেন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন। এতে নিরুপায় হয়ে তিনি এর প্রতিকার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ কক্সবাজারে আলতাজ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

হামিদা বেগম দাবি করেন, পরবর্তীতে আসামি আলতাজ আরো ক্ষিপ্ত হয়ে মামলা তুলে না নিলে তাকে হত্যা ও লাশ গুমের হুমকি দেন। এই ঘটনায় নিরাপত্তাহীন হামিদা বেগম জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।