নাটোরের হালতি বিলে শামুক তুলতে গিয়ে নৌকা ডুবে আল আমিন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
নিহত আল আমিন নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়তুন মৃধার ছেলে বলে জানা গেছে।
সোমবার রাতে বাবা ও এক প্রতিবেশীর সাথে হালতি বিলে শামুক তুলতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবে ওই যুবক নিখোঁজ হন। রাতে তাকে পাওয়া না গেলেও সকালে তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বলেন, রাতে বাবা-ছেলে ও এক প্রতিবেশী নৌকা নিয়ে শামুক তুলতে গিয়ে নৌকা ডুবে গেলে দু’জন সাতার কেটে তীরে ফিরে আসেন। সকালে নিখোঁজ যুবকের লাশ হালতি বিল থেকে উদ্ধার করেন এলাকাবাসী।
নলডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাবা ও এক প্রতিবেশীর সাথে ওই যুবক হালতি বিলে মাছ ও শামুক তুলতে যান। রাতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে একজন নিখোঁজ ছিল। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগকারী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।