গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার পর পুকুরে ফেলে দিলো স্বামী, ঘাতক আটক

বুধবার (১৮ জুন) দিনের বেলা এই ঘটনা ঘটে।

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)

Location :

Golapganj
গোলাপগঞ্জ মডেল থানা
গোলাপগঞ্জ মডেল থানা |সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ঈদের ছুটিতে বাবার বাড়ি যান স্ত্রী সাবিনা বেগম (৩০)। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন তার স্বামী আনুর আলী (৩৫)। এ ঘটনায় আনুর আলীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দিনের বেলা এই ঘটনা ঘটে।

সাবিনা বেগম উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে এবং আটক স্বামী আনুর আলী একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সাবিনা বেগম স্বামীকে নিয়ে ঈদের ছুটিতে বাবার বাড়ি যান। গেল বুধবার সকালে তারা বাড়ি ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান। পুকুরের পাশে থাকা বাড়ির পাহারাদার লাশ ভাসতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে জানান। পরে তিনি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামীকে আটক করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুর মিয়া তার স্ত্রীকে খুন করে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান। মেডিক্যাল রিপোর্ট আসার পর এবং আনুর আলীকে জিজ্ঞাসাবাদ করে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।