দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বড় মাঠের চারপাশে সেনাবাহিনীর কাঁটাতারের বেড়া দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেছেন স্থানীয়রা।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ করেন স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বড় মাঠের চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে সেনাক্যাম্প স্থাপনে কাজ শুরু করে। এর আগের সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটি ছিল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা অন্য কোনো খোলা মাঠে। দিনাজপুর বড় মাঠ যা গোরে শহীদ ঈদগাহ ময়দান নামে পরিচিত, এখানে কোনো সময় সেনাবাহিনীর অবস্থান বা ক্যাম্প করে থাকতে দেখা যায়নি।
জেলা প্রশাসকের আশ্বাসের পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন স্থানীয়রা।
দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জানান, নির্বাচনকে কেন্দ্র করে মাঠের একাংশে নিরাপত্তা জোরদার করতেই বসানো হয়েছে কাঁটাতারের বেড়া, শুধু শহীদ মিনারের সামনের কিছু অংশ বাদে বাকি পুরো মাঠ বেড়া দেয়া হয়েছে। এতে বড় মাঠের পবিত্রতা রক্ষা পাবে।



