জীবননগরে ছিন্নমূল শীতার্তদের পাশে ইউএনও

আমরা অনেকেই বাসায় আরামদায়ক কম্বলে ঘুমাই কিন্তু ফুটপাথ, স্টেশন কিংবা রাস্তার ধারেই অসংখ্য মানুষ রাত্রিযাপন করছে। তাদের কষ্ট লাঘব করতে সামান্য সহায়তাও অনেক বড় প্রশান্তি এনে দেয়।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
শীতার্তদের পাশে ইউএনও।
শীতার্তদের পাশে ইউএনও। |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে রাতে পথে নামলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল আমীন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জীবননগর পৌর শহর, বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার ও রাস্তার পাশের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করেন তিনি।

রাতে শীতের প্রকোপ আরো বাড়লে অনেকেই খোলা আকাশের নিচে অস্থায়ী বিছানায় ঘুমিয়ে পড়েন। ইউএনও আল আমীন নিজের গাড়ি থামিয়ে একে একে তাদের কাছে গিয়ে কম্বল পৌঁছে দেন। কম্বল হাতে পেয়ে বহু ছিন্নমূল মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শীতবস্ত্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছি। যারা প্রকৃতপক্ষে সাহায্যের অপেক্ষায় আছে, তাদের দোরগোড়ায় গিয়ে সহায়তা পৌঁছে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা অনেকেই বাসায় আরামদায়ক কম্বলে ঘুমাই কিন্তু ফুটপাথ, স্টেশন কিংবা রাস্তার ধারেই অসংখ্য মানুষ রাত্রিযাপন করছে। তাদের কষ্ট লাঘব করতে সামান্য সহায়তাও অনেক বড় প্রশান্তি এনে দেয়। সমাজের বিত্তশালী মানুষদেরও এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

এ সময় উপস্থিত ছিলেন-জীবননগর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মুশফিকুর রহমান।

জীবননগর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে ইউএনওর এ তৃণমূলভিত্তিক রাতের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে মানবিকতার এক অনন্য নজির হিসেবে দেখছেন।

Topics