মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত মহান বিজয় দিবস

জাতির গৌরবময় বিজয়ের ইতিহাস গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে স্মরণ করেন দেশটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশীরা।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপে মহান বিজয় দিবস  উদযাপন
মালদ্বীপে মহান বিজয় দিবস উদযাপন |নয়া দিগন্ত

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে মহান বিজয় দিবস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে এ বিজয় উৎসব-২০২৫ উদযাপিত হয়। আর এ উৎসবে, জাতির গৌরবময় বিজয়ের ইতিহাস গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে স্মরণ করেন দেশটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশীরা।

মঙ্গলবার রাতে বাংলাদেশ চ্যান্সেরি ভবনে রঙিন আলোকসজ্জার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন চ্যান্সেরি ভবন সম্মুখে।

এরপর দিবসটি উপলক্ষে রাতে মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র -এর মতো নানা বিনোদন মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সকলে দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ‘আঁধার পেরিয়ে’ প্রদর্শন করা হয় ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো: সোহেল পারভেজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য মালদ্বীপ প্রবাসীদের প্রতি আহ্বান জানান। একইসাথে দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আলোচন অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ড. কানিজ ফাতিমা ও প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপের সভাপতি আলমগীর শিকদার।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে, হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এ সময় তিনি বলেন, ‘এ বিজয় আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার এক উজ্জ্বল প্রতীক।’

এছাড়াও হাইকমিশনার দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি ‌’৭১ ও ’২৪-এর শহীদ ও বীর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

বিজয় দিবসের এ উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল নীল দরিয়া শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মালে-ঢাকা-মালের রিটার্ন টিকেটের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ সময় র‍্যাফেল ড্র-তে বিজয়ীর হাতে বিমান টিকেট তুলে দেন হাইকমিশনার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম। আর এতেই এবারের বিজয় দিবসের আয়োজন প্রবাসী বাংলাদেশীদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে।