চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চনে সভাপতি পদে নজরুল ইসলাম আব্দুল অসাধারণ সম্পাদক পদে আবু সৈয়দ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চনে সভাপতি পদে নজরুল ইসলাম আব্দুল অসাধারণ সম্পাদক পদে আবু সৈয়দ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সমিতির মোট ভোটারের ভোটে ৫০২জনের মধ্যে ৪৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে নজরুল ইসলাম (আবদুল) চেয়ার প্রতীকে ২৫১ ভোট পেয়ে সভাপতি, মো: আবু ছৈয়দ গোলাপফুল প্রতীকে ২২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো: আবদুল জব্বার উড়োজাহাজ প্রতীকে ২৩৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক নিবার্চিত হন।

অন্যদিকে মো: কুতুব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, আবদুর রহিম সহ-সভাপতি, মো: দেলোয়ার হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, সাকিবুল আলম সহ-সাধারণ সম্পাদক, মো: জাহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, হাসান আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক, কাজী মো: হাসান সহ-অর্থ সম্পাদক, লোকমান হাকিম দফতর সম্পাদক, আবদুল মালেক ধর্মীয় সম্পাদক, মো: মিনার প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুরুল কাদের হিসাব নিরক্ষণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হন।

সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার মো: শামসুদ্দিন নির্বাচন পরিচালন করেন।