জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো: মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৪ আগস্ট) তাকে জেলহাজতে পাঠানো হয়।
মো: মোস্তাফিজুর রহমান কমল পলবান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেন তিনি।
দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার মামলা রয়েছে তার বিরুদ্ধে।’