রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, ‘আর্থিক দুর্নীতিই কিন্তু একমাত্র দুর্নীতি নয়। আর্থিক দুর্নীতি হলো দুর্নীতির যতগুলো স্তর আছে তার সর্বশেষ স্তর। যেমন: আমরা রাস্তার উল্টোপথে যাচ্ছি, বিভিন্ন কাজে লাইনে না দাঁড়িয়ে নানাভাবে সুযোগ নিচ্ছি; এগুলোতে আর্থিক সম্পৃক্ততা নেই তাই এগুলোকে আমরা দুর্নীতি মনে করি না। কিন্তু এগুলোও দুর্নীতি। এভাবে আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বজলুর রশীদ বলেন, ‘গতবার দেখেছি দুর্নীতির শীর্ষে আছে আইনশৃঙ্খলা বাহিনী।’
আইনশৃঙ্খলা বাহিনী আসলে একাই জড়িত কি না এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার কাজে অন্য যারা সম্পৃক্ত তারাও কিন্তু এ দুর্নীতির অংশীদার। যখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একজন অপরাধীকে ধরে তখন তাকে ছাড়িয়ে নেয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে যান। সেটা হোক আইনগতভাবে বা অন্যভাবে। এ রকম কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় একটি মাত্র দেশ আমাদের থেকে বেশি দুর্নীতিগ্রস্ত, সেটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের পরে আমরা দ্বিতীয় হয়েছি, এটা আমাদের ভাববার বিষয়। বাংলাদেশে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতির ধারণা সূচকে বৈশ্বিক গড় নম্বর যেখানে ৪৩, সেখানে মাত্র ২৩ পেয়ে আমরা অনেক পিছিয়ে আছি।’
রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস ও সিটি করপোরেশন অফিস কোনো দুর্নীতিতে জড়াবে না- এমন ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাদের প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে। আমরা এ দুর্নীতিকে নির্মূল করতে চাই। এ দুটি অফিসের কারোর বিরুদ্ধে যদি দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে নীতি, এটি আমরা বাস্তবায়ন ও পালন করব। তাহলে আমাদের তরুণরা শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বেড়ে ওঠবে এবং আমরা একটি সুন্দর, সাবলীল ও স্বপ্নের সমাজ বিনির্মাণ করতে পারব।’
রাজশাহী দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: খোরশেদ আলম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাবলু, সহ-সভাপতি মো: এহছানুল হুদা ও সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ কুমার শংকর তালুকদার।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উদ্বোধনের পর একই স্থানে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।



