নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় উপজেলা জামায়েত ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের উদ্যোগে সাদিপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সোনারগাঁও থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফারাহ জুবায়েরের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হোসাইন।
প্রধান অতিথি বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি একটি নাম একটি ইতিহাস। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন তিনি। তিনি স্বদেশ প্রেমের প্রেরণার বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নিন।’
আলোচনা শেষে শহীদ হাদির রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।



