বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কর্ম দিয়ে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাকে যারা মুছে দিতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে।
সোমবার (৩ জুন) বরিশাল হকার্স ইউনিয়নে নিজস্ব কার্যালয়ে আয়োজিত ও হকারদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে গোশত বিতরণ এবং সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও সাধারণ নেতাকর্মী কর্তৃক আয়োজিত চরআইচা এআরখান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ জিয়া একদিকে জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অপরদিকে স্বাধীনতার পর শেখ মুজিবের নিষিদ্ধ করা গণতান্ত্রিক রাজনীতি এবং গণমাধ্যমের স্বাধীনতাকে পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে ফিরিয়ে দিয়েছিলেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত সাড়ে নয় মাসে দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরে আসেনি। দেশকে স্থিতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই।
রহমাতুল্লাহ বলেন, বর্তমান সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের কারণে গ্রহণযোগ্য ও নিরপেক্ষে নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হচ্ছে। যা অত্যন্ত দু:খজনক। এমনকি তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি-না, সে ধরণের আশঙ্কাও জনসাধারণের মধ্যে বিরাজ করছে। যা চব্বিশের ছাত্র-গণঅভ্যুথানের আকাঙ্খা পরিপন্থী।
বরিশাল সংবাদপত্র ইউনিয়নের সভাপতি নেছার জোমাদ্দারের সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাফিজ, নগর বিএনপি'র সদস্য জাহিদুর রহমান রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক তারিক সুলাইমান, যুগ্ন-আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জল, যুগ্ন-সাধারণ সম্পাদক দাইয়ান ঈশতী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন।
অপর কর্মসূচিতে চরকাউয়া ইউনিয়নে চরআইচা ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ আতিকুর রহমান শাহতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক শালেহ আহমেদ সোহেল, সাবেক যুগ্ন-আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন খন্দকার ও চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম হাওলাদার।