আখাউড়ায় তিতাস নদীতে অর্ধগলিত লাশ

লাশ গলে যাওয়ায় তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার মানচিত্র।
ব্রাহ্মণবাড়িয়ার মানচিত্র। |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় মো: তৌহিদ খান (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার রুপনগর এলাকায় এ উদ্ধারের ঘটনা ঘটে।

তৌহিদ পৌরসভার দেবগ্রাম পূর্বপাড়ার মরহুম ফরিদ আহাম্মদ খানের ছেলে।

পুলিশ জানায়, লাশ গলে যাওয়ায় তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’