বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্ষমতা বা আরাম আয়েশের তোয়াক্কা না করে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বলেই বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি কাউকে কটূক্তি করেননি। এ বিশেষ গুণ তাকে আরো মহীয়সী করেছে।’
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের বড় মজুমদার বাড়িতে বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মেজবানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার দক্ষিণ শ্রীপুরের বড় মজুমদার বাড়ির আঙিনায় সকাল থেকে আরম্ভ হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে এ মেজবান। এখানে সাড়ে পাঁচ হাজার মুসলিমসহ পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ফেনীর উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামীতেও তার স্বপ্ন পূরণে (বিএনপি) ফেনীর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।’
ফেনী-১ আসনের দলীয় প্রার্থী রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, কেন্দ্রীয় সহ-গ্রামসরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা আহ্বায়ক আবদুল হালিম, ছাগলনাইয়া উপজেলা আহ্বায়ক নুর আহম্মদ, বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন জাহিদ হোসেন মজুমদার ও শামিম মজুমদার। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



