সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার মুরাদ হাসানের সহযোগী শীর্ষ সন্ত্রাসী রাজা মেম্বারসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতারের পরে থানায় হস্তান্তর করে।
গ্রেফতাররা হলেন- মোবারক হোসেন রাজা মিয়া, মাদক ব্যবসায়ী নাজির হোসেন ও তার সহযোগী ফারুক হোসেন।
ইউনিট ২৬ বীর অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে দু’টি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সরিষাবাড়ীতে অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার সহ ১৫ পিছ ইয়াবা, ৫ গ্রাম গাজা,৭টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ’ ৫৭ টাকা, গ্যাস লাইটসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধে জনস্বার্থে সর্বদায সেনাবাহিনীর সহায়তা করার কথা জানান।
জানা যায়, ফ্যাসিস্ট সরকারের নানা বিতর্কিত সময়ে সাবেক এমপি ডা: মুরাদ হাসানের ছত্রছায়ায় আওনা ইউনিয়নে আধিপত্য বিস্তার করে রাজা মিয়া। ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদের সদস্য পদ বাগিয়ে নেন। গড়ে তোলে অপরাধের এক অভয়ারণ্যর সাম্রাজ্য। মাদক ব্যবসা, চাঁদাবাজি,সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক হিসেবে ব্যপকভাবে পরিচিত লাভ করে। বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো এই রাজা । তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দু’টি অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



