মাগুরা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা দিয়েছে দলের নেতা-কর্মীরা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাগুরার সীমান্তবর্তী কামারখালী এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, মনোয়ার হোসেন সকালে ঢাকার বাসা থেকে রওনা হয়ে দুপুরে কামারখালী এলাকার ওয়াপদার মোড়ে পৌঁছলে লাখ লাখ নেতা-কর্মী ফুল ও ধানের শীষ দিয়ে তাকে বরণ করে নেন। কর্মীদের অনেকে ফুল ও ধানের শীষের তোড়া হাতে, আবার অনেকে ধানের শীষ পুরো শরীরে জড়িয়ে অনুষ্ঠানে আসেন। আবার অনেকে পিকআপ ভ্যান ধানের শীষ দিয়ে মুড়িয়ে নিয়ে আসেন তার প্রিয় নেতাকে গণসংবর্ধনা জানাতে। তারা নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো সংবর্ধনা অনুষ্ঠান।
সংক্ষিপ্ত বক্তৃতায় মো: মনোয়ার হোসেন খান বলেন, 'শ্রীপুর ও মাগুরা সদরের মানুষের যে ভালোবাসা দেখছি সেটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ও ঋণী। তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন সেটা বাস্তবায়ন করা আমাদের সকলের অঙ্গীকার। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের জাতীয়তাবাদকে শক্তিশালী করতে মাগুরা সদর ও শ্রীপুরবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিকে জয়যুক্ত করতে হবে।'
উল্লেখ্য, কামারখালী এলাকা থেকে শুরু হয়ে গণসংবর্ধনার বহর মাগুরা স্টেডিয়ামে এসে শেষ হয়।



