চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, ‘দেশের মানুষ ইসলাম প্রিয়, তাই ইসলামভিত্তিক রাজনীতির বিকল্প নেই। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চাই না।’
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান আলোচক ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মনোনয়ন প্রত্যাশী ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো: বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল মতিন (শিপলু মোল্লা)। বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।