যশোরে জমি ক্রেতাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত বখাটে বিক্রেতা

জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম একই গ্রামের হজরত আলীর ছেলে পলাশের কাছ থেকে কিছুদিন আগে জমি কেনেন।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
রফিকুল ইসলাম ও পলাশ
রফিকুল ইসলাম ও পলাশ |সংগৃহীত

যশোরে জমি কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪২) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে হত্যাকারী পলাশকেও (৪০) স্থানীয়রা গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়।

জেলার চৌগাছা উপজেলার সলুয়া বাজারে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দু’জনেরই বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের হজরত আলীর ছেলে পলাশের কাছ থেকে কিছুদিন আগে জমি কেনেন। পরে ওই জমি ফিরে পাওয়ার জন্য পলাশ তার মা ও বোনকে দিয়ে ‘হক সেবা’ করান। এ বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম তার কেনা জমি বুঝিয়ে দেয়ার জন্য বিক্রেতা পলাশকে চাপ দিচ্ছিলেন।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে রফিকুল ইসলাম সলুয়া বাজারে নিজের মুদি দোকান খুলতে বাড়ি থেকে রওনা দেন। তিনি সলুয়া কলেজসংলগ্ন আপেলের স’মিলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা পলাশ ধারালো হাসুয়া দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। তিনি রফিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঢাকায় নেয়ার পথে নড়াইল পৌঁছালে রফিকুল ইসলাম মারা যান।

অপরদিকে, হামলার পর স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরপরই পুলিশ টিম এলাকায় অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এলাকার লোকজন জানিয়েছে, পলাশ এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত ছিল।