ঈদুল আজহার লম্বা ছুটি শেষে রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন স্টেশনে ঢাকামুখী কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনের ভেতরে স্থান না পেয়ে শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছাদেই ছুটছেন গন্তব্যের পথে। তবে শত চেষ্টা করেও ট্রেনের ছাদে বিপজ্জনক যাত্রা বন্ধ করতে পারছে না রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ময়মনসিংহের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ট্রেনগুলোতে এ চিত্র দেখা গেছে।
আগামী রোববার ঈদের পর প্রথম সরকারি কর্মদিবস। সে হিসেবে অতিরিরিক্ত চাপ এড়াতে দু’দিন আগেই কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বেড়েছে।
আজ সকাল সাড়ে ৯টায় গৌরীপুর জংশন স্টেশনে দেখা যায়, মোহনগঞ্জ-ঢাকাগামী ট্রেনের অপেক্ষায় শত শত যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন। ট্রেনের ভেতরে স্থান না পেয়ে নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও মই বেয়ে ট্রেনের ছাদে উঠছে।
অনেকেই এ সময় সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বিপজ্জনক ছাদ ভ্রমণ পরিহারে বার বার সতর্ক করছেন। কিন্তু এই সতর্ক বার্তায় কান না দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা ট্রেনের ছাদে অবস্থান নিয়েছেন।
জানতে চাইলে জিআরপি ফাঁড়ির পুলিশ জানায়, বিপজ্জনক ছাদ ভ্রমণ পরিহারের জন্য মাইকিং করে বার বার সতর্ক করা হচ্ছে। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের বাড়তি চাপের কারণে ছাদ ভ্রমণ ঠেকানো যাচ্ছে না।
রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানান, গত কয়েকদিনের মতো আজকেও ট্রেনে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। মোহনগঞ্জ ও জারিয়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সবকটি ট্রেনেই যাত্রীদের ভিড় অনেক বেশি। তারা যাত্রীদের যাত্রা নিরাপদ করতে চেষ্টা করে যাচ্ছেন।
ময়মনসিংহ রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় দেওয়ানগঞ্জ-ঢাকাগামী কমিউটার, সকাল ৯টার দিকে দেওয়ানগঞ্জ-ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস, সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ-ঢাকাগামী হাওড় এক্সপ্রেস, দুপুর দেড়টায় জারিয়া-ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনগুলো ময়মনসিংহ স্টেশন ছেড়ে যায়। একেকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতির পর হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছে মানুষ। বগির ভেতরে জায়গা না থাকায় ছাদে উঠে পড়ছে যাত্রীরা। এই ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছে হাজারো মানুষ। ট্রেনের ভেতরে ও ছাদে মানুষের উপচে পড়া ভিড়।
স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা বলছেন, ট্রেনগুলো কিছুটা বিলম্বে আসছে। এ জন্য আমরা স্টেশনে অপেক্ষা করছি। তবে আমাদের সামনেই অনেকে ট্রেনে সিট বা টিকিট না পেয়ে ছাদে চড়ে যাত্রা করেছেন। আবার অনেকেই ঠাসাঠাসি করে দাঁড়িয়ে যাচ্ছেন গন্তব্যের পথে।
ঢাকায় ফেরার তাগিদে এমনটি হচ্ছে বলেও জানান যাত্রীরা।
এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ময়মনসিংহ রেলওয়ের স্টেশনের সুপারিনটেনডেন্ট মো: নাজমুল হক খানের বক্তব্য জানা যায়নি।