ঘাতকের বাড়িতে বিক্ষুদ্ধ জনতার আগুন

তাড়াশে জুম্মার নামাজ পড়ে ফেরার পথে পিটিয়ে হত্যা

তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান ঘটনাস্থল থেকে জানান, বিক্ষদ্ধ জনতা খুনি আনিসুলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)
তাড়াশে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরারপথে পিটিয়ে হত্যা
তাড়াশে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরারপথে পিটিয়ে হত্যা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একজন মুসল্লিকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান করছে। নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনী।

শুক্রবার (১৬ মে) সাইদুর রহমান (৬০) জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বেল্লাল হোসেনের ছেলে আনিসুল হক পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রাথমিক সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নে চৌপাকিয়া গ্রামে বেল্লাল হোসেনের সাথে প্রতিবেশী সাইদুর রহমানের বাড়ির সীমনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ঘটনা জানাজানি হলে বিক্ষদ্ধ জনতা ঘাতক আনিসুল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই আনিসুল হক পলিয়েছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান ঘটনাস্থল থেকে জানান, বিক্ষদ্ধ জনতা ওই এলাকা ঘিরে রেখেছে। তারা খুনি আনিসুলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।