কিশোরগঞ্জ সদরে নিখোঁজের পাঁচদিন পরে পাটক্ষেত থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত রোজামনি(৬) সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুমনের মেয়ে।
নিহত রোজামনির মামাতো বোন তুলি আক্তার (২০) জানান, রোববার বিকেলেও বাড়ির সামনে খেলা করছিল রোজা। হঠাৎ করে আর খোঁজ মিলছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। এদিন রাতেই রোজার মামা তুলির বাবা দেওয়ান আলী থানায় সাধারণ ডায়েরিও করেন। আজ শুক্রবার সকালে একজন এসে জানায়, পাটক্ষেতে এক শিশুর লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে রোজামনির লাশ শনাক্ত করেন তারা।
রোজামনির প্রতিবেশী সাকিব হাসান জানান, খবর পেয়ে পাটক্ষেতে গিয়ে দেখেন রোজার শরীরের কাপড়গুলো নেই, খানিকটা দূরে পড়ে আছে। পাঁচদিন হয়ে যাওয়ায় লাশ অনেকটা দুর্গন্ধ হয়ে গেছে।
আরেক প্রতিবেশী হিরা মিয়া বলেন, ‘আমার মেয়ের সাথেই খেলাধূলা করতো রোজামনি। তবে যেখান থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে সেখানে তার যাওয়ার কথা না।‘
রোজামনির দাদী গুলনাহার বেগম বলেন, ‘রোজামনির বাবা ও মা দুজনই নারায়ণগঞ্জের গাউছিয়াতে গার্মেন্টসে কাজ করেন। এই সুবাদে তার কাছেই থাকতো রোজা।’
তিনি আরো জানান, গত রোববার বিকেলে বাড়ি থেকে মসলা ভাঙাতে দোকানে যান তিনি। বাজার থেকে ফিরে এসে রোজাকে আর খুঁজে পাননি তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মৃত শিশুটির বাবা মোহাম্মদ সুমন মেয়ের নিখোঁজের খবর পেয়ে বাড়িতে আসেন।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ যাকে আটক করেছে তার নাম রাসেল মিয়া। রাসেল গতকালও বলেছে সে নাকি স্বপ্নে দেখেছে আমার মেয়েকে কে বা কারা খুন করে তার বাড়ির পাশে ফেলে রেখেছে। এরপরেই তার প্রতি সন্দেহ বেড়েছে তাদের।
সুমন আরো বলেন, ‘আটক রাসেল আমার বন্ধু ছিল। আমার মেয়েটা তাকে খুব সম্মান করতো, কিন্তু সে যে এমন করবে আমি কল্পনাও করতে পারছি না।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এটাকে আমরা হত্যাকাণ্ড বলে ধারণা করছি।’