সিংগাইরে খাল থেকে লাশ উদ্ধার

মাস তিনেক ধরে ওই ব্যক্তি এই ইউনিয়নের শ্যামনগর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
খাল থেকে লাশ উদ্ধার
খাল থেকে লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে ব্রিজের নিচে খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর ব্রিজের নিচ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জনৈক নারী ব্রিজের নিচে খালের মধ্যে কচুরিপানার ভেতর মানুষের অবয়ব দেখতে পান। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হলে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে সেটি মানুষের লাশ। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়া হলে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পুলিশ লাশটি খালের পাড়ে তুলে মুখমণ্ডল শনাক্তের চেষ্টা করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে চিনতে পারেন। তারা পুলিশকে জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন জানান, মাস তিনেক ধরে ওই ব্যক্তি এই ইউনিয়নের শ্যামনগর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।

স্থানীয়রা আরো বলেন, ওই ব্যক্তি প্রায়ই খাল, বিল ও নদীর পানিতে নেমে থাকতেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর তীব্র শীতের কারণে উপরে ওঠে আসতে না পারায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় জনৈক নারী বলেন, আমি এর আগে ওই ব্যক্তির সাথে কথা বলেছিলাম। সে সময় ওই ব্যক্তি নিজেকে রংপুর জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না।

সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর( বাঘুলি) তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আরবীকুল ইসলাম জানান, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Topics