সিটি মেয়র ডা: শাহদাত হোসেন বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে খাল খনন কর্মসূচির মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লবে সূচনা হয়েছে দেশের প্রতিটি মানুষ মানুষের কাছে চীরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশের গণতন্ত্র পূর্নউদ্ধার, উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণে বাস্তবায়ন করা প্রতিটি পদক্ষেপ গ্রহণ ও অবদান অপরিসীম অনুপ্রেরণা হয়ে থাকবে।’
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পৌরসভার গাছবাড়িয়া বরুমতি ব্রিজের পাশে জিয়ার রহমানের স্মৃতিবিজরিত এ বৈঠকখানার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তভ্যে তিনি এ কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে চট্টগ্রামের চন্দনাইশে খাল খনন শেষে জিয়াউর রহমান যে বৈঠকখানায় বিশ্রাম নিয়েছিলেন, সেই বিশ্রমাগারটির পুনর্নির্মাণ করা হয়েছে। এর নির্মাণকাজে অর্থায়ন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহদাত হোসেন।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ইখতিয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা প্রফেসর ডা: মহসিন জিল্লুর করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো: ইদ্রিস মিয়া, সাবেক কেন্দ্রীছাত্র দলনেতা বিচারপতি আবদুস সালাম মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: জসিম উদ্দিন ও খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, চন্দনাইশ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, দক্ষিণ জেলা স্বেচ্ছ্বাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, চন্দনাইশ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল করিম ও আরিফুর রহমান মারুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।