প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
আজ শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে, বৃহস্পতিবার বেলা ২টায় সিইপিজেডের সাততলা কারখানা ভবনটিতে আগুন লাগে।
তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরো সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।
সিইপিজেডে ফায়ার সার্ভিসের এক দায়িত্বরত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপণ করা যায়নি এখনো। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে সহায়তা করে সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবি।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে, ক্যাপ এবং জিহং মেডিক্যাল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানা ভবনটি সাততলার। দু’টি কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়।
সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানায়, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
সাততলা ভবনটির ওপরের তলাটি কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হতো বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।



