রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত সি-ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২-এ সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষায় সর্বমোট ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ৯২ দশমিক ৩৭ ভাগ উপস্থিতি হয়েছে বলে জানা গেছে।
রাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় রাবিপ্রবির সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জিএসটি ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট সূচনা আখতার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়ররমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রক্টর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের পরীক্ষার্থীরা তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সম্পদ ও সম্ভাবনায় সমৃদ্ধ এই বাংলাদেশকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নতুনভাবে নিজেকে ও দেশকে বিনির্মাণের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান।
তিনি বলেন, ‘আজকে যারা পরীক্ষার্থী এসেছে তারা শুধু ছাত্র না আমাদের সামনের দিনের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অংশীদার। তাই তাদের জন্য ক্যাম্পাসে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে একটি চমৎকার ছাত্রবান্ধব ও ইতিবাচক পরিবেশ তৈরি করছি।’
উল্লেখ্য, আজ জিএসটি গুচ্ছভুক্ত সি-ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ মে ২০২৫ তারিখে বি-ইউনিটের এবং ৯ মে ২০২৫ তারিখে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।