খুলনায় জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকাল ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তানভির হাসান শুভ দৌলতপুর এলাকার আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ তার মা ও ছোট ভাইসহ একই রুমে দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা একতলা ভবনের জানালার থাই গ্লাস খুলে শুভকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার মাথায় দুটি এবং বাম হাতে একটি গুলি লাগে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সকালে তিনি মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, একতলা ভবনের জানালার থাই গ্লাস খুলে শুভকে গুলি করা হয়েছে। তিনি বর্তমানে কোনো কাজ করতেন না, আগে ঢাকায় চাকরি করতেন। তার কোনো রাজনৈতিক পরিচয় নেই।