লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ হাসান তারেক ওরফে চিতা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তলসহ ৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান তারেক (৩০) পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী। সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান ও ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



