ফকিরহাটে পুকুর পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সোমবার সকালে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
ফকিরহাট মডেল থানা
ফকিরহাট মডেল থানা |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে একটি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

সিরাজুল ইসলাম নওয়াপাড়া এলাকার পঞ্চানন দাসের ছেলে। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। তার আগের নাম ছিল শিশির দাস। ইসলাম ধর্ম গ্রহণের পর তার আদি নিবাস ও প্রথম পক্ষের পরিবার ত্যাগ করে বেতাগা গ্রাম থেকে এসে প্রায় বছর দশেক আগে টাউন নওয়াপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পুলিশ জানান, আজ সোমবার সকালে পথচারীরা উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যাক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। কিভাবে মারা গেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি বিষপান করে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।