যমুনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

উৎসব কর্মকার তার মায়ের সাথে পেচাকোলা ঘাটে যমুনা নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাকে পাওয়া যায়নি।

শফিউল আযম, বেড়া (পাবনা)

Location :

Bera
যমুনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
যমুনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ |নয়া দিগন্ত

পাবনার বেড়ায় পরিবারের সদস্যদের সাথে যমুনা নদীতে গোসল করার সময উৎসব কর্মকার (১৫) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর দেড়টার সময় বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা ঘাট এলাকায় গোসলের সময় যমুনা নদীর স্রোতের পাকে তলিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজ স্কুল ছাত্র বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে। সে তার বাবা মায়ের সাথে ঢাকাতে বসবাস করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে যমুনা নদীতে গোসল করার সময় নিখোঁজ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উৎসব কর্মকার তার মায়ের সাথে পেচাকোলা ঘাটে যমুনা নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত উৎসব কর্মকারের সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।