আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশী আহত

মাছ ধরার সময় ট্রলার লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
কক্সবাজারে টেকনাফের নাফ নদী
কক্সবাজারে টেকনাফের নাফ নদী

কক্সবাজারে টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় ট্রলার লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া গতকাল নদী থেকে ইঞ্জিন নৌকাসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে নাফ নদীর শূন্য লাইনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলো- টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো: হোসেন (১৬)। তারা বতর্মানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহতরা জানায়, ভোর ৬টার দিকে ছোট ট্রলার নিয়ে জালিয়া পাড়া এলাকা থেকে মোট পাঁচজন জেলে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সকাল ১০টার তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে আরাকান আর্মি। এ সময় মুহাম্মদ হোসেনের ডান পায়ে ও হেদায়েত উল্লাহর বাম হাতে গুলি লাগে। এ সময় প্রচুর রক্তক্ষরণ হলে তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‌‌‘নাফ নদীতে মাছ শিকারে গিয়ে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশি মাছের লোভে তারা নাফ নদীর মিয়ানমার পানিসীমা অতিক্রম করায় গুলি করেছে আরাকান আর্মি।’

তিনি আরো বলেন, ‘প্রায়ই মাছ বেশি পাওয়ার লোভে মিয়ানমার পানিসীমায় ঢুকে মাছ ধরার সময় গুলিবিদ্ধ হয় জেলেরা। কেউ কেউ অসাবধানতাবশতও তাদের সীমানায় ঢুকে গুলিবিদ্ধ এবং আটক হয়েছেন। এ বিষয়ে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

অন্যদিকে গতকাল রোববার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফ নদী থেকে ইঞ্জিন নৌকাসহ আরো তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ এলাকা চোরাকারবারিদের পয়েন্ট হিসেবে পরিচিত। ফলে ধরে নিয়ে যাওয়া তিনজন ইয়াবা কারবারে গিয়ে আটক হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তবে জেলে হয়ে থাকলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। আটক তিনজনের বাড়ি হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে বলে জানা গেছে।