কুমারখালীতে ভ্যানচালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার, আটক ৪

‘সংবাদ পেয়ে হাসিমপুর চরের ফসলি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক ও ভ্যান উদ্ধার করা হয়েছে।’

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kumarkhali
কুমারখালীতে ভ্যানচালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার, আটক ৪
কুমারখালীতে ভ্যানচালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার, আটক ৪ |নয়া দিগন্ত

‎কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধের এক কিলোমিটার দূরে ফসলি জমি থেকে ভ্যানচালক হৃদয় হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৮ অগস্ট) সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।

‎নিহত হৃদয় হোসেন পৌরসভার এলঙ্গীপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুস আলীর ছেলে।

‎এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা একটি গলাকাটা লাশ পরে থাকতে দেখে গ্রাম পুলিশকে খবর দিলে পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

‎নিহত কিশোরের বাবা ইউনুস আলী জানান, রোববার বিকেল ৪টার দিকে তার ছেলে ভ্যান নিয়ে ভাড়া মারতে যায়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত ছেলে বাড়িতে না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারেন তার ছেলে রোববার বিকেলে বন্ধুকে নিয়ে ভ্যানে বেড়াতে বের হয়। তিনি হৃদয়ের ওই বন্ধুর কাছে ছেলের খোঁজ নিয়ে জানতে পারেন ভ্যান নিয়ে তারাপুর মোড়ে পৌঁছালে একজন ভাড়ার কথা বললে হৃদয় তাকে কুমারখালী নামিয়ে দিয়ে ভাড়া মারতে চলে যায়। পরবর্তীতে তার বন্ধু আর কিছু জানে না জানালে সোমবার সকালে থানায় অভিযোগ দিতে আসলে জানতে পারেন হাসিমপুর লাশ পাওয়ার খবর। তিনি জানান, শুধুমাত্র ভ্যানের জন্য তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের পর এএসআই এখলাস, এস আই সোহাগ শিকদার, এএসআই কার্তিক ও এএসআই মনির নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাটিকামারা গ্রামের রাকিব, জীবন, জিহাদ ও মাহফুজ নামের চারজনকে আটক করেন। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু কাঁঠালডাঙ্গি গ্রামের সানির বাড়ি থেকে ভ্যান উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

‎‎কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিরুল ইসলাম জানান, গ্রামপুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে হাসিমপুর চরের ফসলি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক ও ভ্যান উদ্ধার করা হয়েছে।