মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীনতা, শত নির্যাতন শর্তেও দেশ ত্যাগ না করা ও দেশের মানুষকে ভালোবেসে সারা জীবন দেশের স্বার্থে কাজ করে গেছেন। দেশের এ ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। তাই মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থ করে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন সেই কামনা করি।
দোয়া অনুষ্ঠান পরিচালন করেন ক্বারি মাহবুবুর রহমান। দোয়ায় লক্ষাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।



