ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভাঙ্গা পাইলট স্কুলের পিছনে কালীবাড়ি সংলগ্ন পুকুরের পাশ থেকে জহির শেখ(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শরীয়তপুর এলাকার রুস্তম শেখের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে পার্শ্ববর্তী পৌরসদরের নুরপুর গ্রামে শ্বশুরবাড়ি কুটি মিয়ার বাড়ীতে বসবাস করতো।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশটি ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। তার কোমরে থাকা একটি দেশীয় ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা পুকুরের পাশে পানির মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



