মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত আরিফ মীর (৩৮) হত্যাকাণ্ডে ২০৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আরিফ নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার স্ত্রী পারুল বেগম থানায় মামলা করেন।
মামলার এজাহারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিককে প্রধান আসামি ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া নাম উল্লেখ করা হয়েছে আরো ৫৬ জনের। অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম।
অপরাধী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মোল্লাকান্দিতে কোনো অপরাধী ছাড় পাবে না। চরাঞ্চলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ভৌগোলিক কারণে চরাঞ্চলে অপরাধীদের ধরতে কিছুটা চ্যালেঞ্জ থাকে। মাঠ, নদী ও চর এলাকা থাকায় তারা দ্রুত পালিয়ে যেতে পারে। তবে এবার ব্লক করে অভিযান চালানো হবে।
চরাঞ্চলের দ্বন্দ্ব প্রসঙ্গে পুলিশ সুপার জানান, মোল্লাকান্দি এলাকায় আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লার নেতৃত্বে একপক্ষ, আরেকপক্ষে রয়েছে আওলাদ মোল্লা, উজির আলী ও জাহাঙ্গীরদের নেতৃত্ব। আগে এলাকা ছিল আওলাদ মোল্লার দখলে। প্রতিপক্ষ উঠে আসায় দ্বন্দ্বের তৈরি হয়।



