সীমান্ত থেকে ২ বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় বারকি শ্রমিকরা চেলা নদীতে আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশ থেকে বালি উত্তোলন করতে যায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
সীমান্ত থেকে ২ বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ
সীমান্ত থেকে ২ বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে সোনালী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় দুইজন বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর চাইরগাঁও আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশে ঢুকে বালি তোলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী।

আটকরা হলেন- মো: সিরাজ মিয়া (৫০) ও মো: আলিমুদ্দিন (২৫)। তারা দুইজনই ছাতক উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় বারকি শ্রমিকরা চেলা নদীতে আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশ থেকে বালি উত্তোলন করতে যায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ‘ঘটনাটি শুনেছি। তবে তাদের নাম জানি না। বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।’

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, ‘চেলা নদী থেকে চোরাইভাবে বালু উত্তোলন করতে গিয়ে দু’জন শ্রমিক ভারতের সীমানায় চলে যায়। এ সময় বিএসএফ বাধা দিলে তারা বেশ কয়েকজন বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর বিএসএফ দু’জনকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে মাধ্যমে তাদের আনার চেষ্টা করা হচ্ছে।’