চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, একজন খাঁটি দেশপ্রেমিককে হারালাম আমরা। তিনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য সারাজীবন নিজেকে উজাড় করে দিয়েছেন। দেশের স্বার্থে তিনি কখনো অন্যায়ের কাছে আপস করেননি। প্রিয় নেত্রীর হারানোর শোককে শক্তিতে পরিণত করে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে।



