বঙ্গোপসাগরে ঢেউয়ে ডুবে গেল ট্রলার, জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের ভাসান চরে ঢেউয়ের আঘাতে একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলো এখনো একজন নিখোঁজ রয়েছেন।

শাহাদাত হোসেন শাহীন, ভোলা

Location :

Bhola
বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর |সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরের ভাসান চরে ঢেউয়ের আঘাতে একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলো এখনো একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার দুপুরে পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান সামরাজঘাট আড়ত মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী।

নিখোঁজ জেলের নাম মো: মিজানুর রহমান (৩১)। তিনি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিজলের ছেলে। উদ্ধার হওয়া জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ট্রলারমালিক খোরশেদ মাঝি জানান, ইলিশ ধরার জন্য ৩১ আগস্ট সন্ধ্যায় আট মাঝি-মাল্লাসহ তার মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে যায়। সোমবার রাত ১১টার দিকে সাগর মোহনায় ভাসানচর এলাকায় তারা মাছ ধরতে জাল ফেলে। এ সময় হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পাশে থাকা আরেকটি ট্রলারের মাঝি-মাল্লাদের সহায়তায় সাত জেলে উঠে আসতে সক্ষম হলেও জেলে মিজানুর রহমানকে উদ্ধার করা সম্ভব হয়নি।

চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, খবর পেয়ে নিখোঁজ জেলের সন্ধানে কাজ চলছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।