রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল ও লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত’ থাকার জন্য প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে তুলে ধরা হয়। বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনী কার্যক্রমে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে—এ মর্মে আগেই সতর্ক করা হয়েছিল।
এ ব্যাপারে সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। জনগণের আহ্বানেই নির্বাচনে অংশ নিয়েছি। বহিষ্কারের সিদ্ধান্তে আমি মর্মাহত, তবে দলের প্রতি আমার শ্রদ্ধা আগের মতোই আছে।
বহিষ্কৃত আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।
এদিকে, এ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা মনজুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকে মো: আলতাফ হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো: রুহুল আমিন, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে ব্যারিস্টার রেজাউল করিম ও বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকে ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে অ্যাডভোকেট রায়হান কাওছার গণসংযোগ শুরু করেছেন।



